খাদেমুল বাবুল: [২] জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলার পচাবহলা জাবেদ আলী দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোঃ ছামিউল হক প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
[৩] জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রোমান,সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার ও সদস্যবৃন্দ শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা- অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়াদি বিশ্লেষণ করে ছামিউল হককে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেছেন।
[৪] এর আগেও তিনি দু’বার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রমান বলেন, উপজেলার সকল মাদ্রাসার প্রধানদের বিভিন্ন বিষয়াদি বিচার-বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আপনার মতামত লিখুন :