আল আমীন: [২] সদরের কুষ্টিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু তাহের মো. ওয়ালিউল্লাহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন কর্ম ও গুনে। গত ২৩ মে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। সেবার মানসিকতায় অনন্য, চাকরি প্রথা এড়িয়ে মানবিক গুনাবলি ও আচরণে সেবা প্রত্যাশিদের মন জয় করে চলেছেন। প্রতিদিন শত শত মানুষের কাজ ও পরামর্শ নিতে আসা জনসাধারণকে হাসি মুখে কথা বলে কাজের ধরন চাহিদা জানতে চান অতপর সেবা প্রত্যাশা অনুযায়ী সেবা ও পরামর্শ দেন। এতে মানুষের মনে এক প্রকার আত্মতৃপ্তি লক্ষ্য করা গেছে। যা অনেকে হাসি মুখে জানান দিচ্ছে কেউ বা চায়ের আড্ডায় আলোচনা করছেন। ডিজিটাল ভূমি সেবায় অনলাইনে হোল্ডিং রেজিষ্ট্রেশন কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আবেদন হার ৮০% নিষ্পত্তি। ভূমি উন্নয়ন কর আদায়, জলমহাল, ফেরিপেরি, সংস্থায় দাবি আদায়, শপ দোকান থেকে রাজস্ব আদায়, আদালত কতৃক মামলার জবাব, বিভিন্ন ভূমি বিষয়ে সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করা কাজের অগ্রগতি রিপোর্ট প্রদান প্রশংসার দাবী রাখে।
[৩] তিনি ২০২১ সালের ২০ মে গফরগাঁও উপজেলার পাইথল ও মশাখালি হতে বদলি হয়ে সদরের কুষ্টিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু তাহের মোঃ ওয়ালি উল্লাহ। তিনি কুষ্টিয়া ইউনিয়ন ভূমি অফিসকে অনন্য সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :