কামাল শিশির,রামু: [২] রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
[৩] কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে মঙ্গলবার (২৪ মে) রাত অনুমান ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন রামু-মরিচা রোডে অভিযান চালিয়ে ১ টি পিকাআপসহ ড্রাইভারকে আটক করে।
[৪] আটককৃত ড্রাইভার চট্টগ্রাম লোহাগাড়া কাউয়ারখিল গুইয়াপাড়া এলাকার আবদুস সালামের পুত্র জহির (৩০), ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্বীকার করে পিকাআপের তেলের ট্যাংকিতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে।
[৫] স্থানীয় ওয়ার্কসপের মেকানিক এর সহায়তায় তেলের ট্যাংকি খুলে এবং গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ৬০ টি সরিষার তেলের বোতলে রক্ষিত ৩৯ হাজার পিছ ইয়াব উদ্ধার করে।
[৬] অভিযানে নেতৃত্বদানকারী ডিবির অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ইয়াবা ও পিকাআপসহ মাদক ব্যবসায়ী জহিরকে গ্রেপ্তার করি। এ ঘটনার সাথে জড়িত চক্রের অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :