এম এম লিংকন, সাবরিনা জেরিন: [২] মাদারীপুর কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ায় বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব আলমকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
[৩] এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে নতুন ওসি ও ইউএনওকে দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছে ইসি। রোববার ইসি কার্যালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
[৪] গত ১৭ মে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলে ইচ্ছুক একজনকে বাঁধা এবং রিটার্নিং অফিসারকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ ওঠে মাহবুব আলমের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচনী তফসিল স্থগিত করে। পাশাপাশি পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পুনঃতফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, আগামী ২৩ মে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৪ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৯ মে, প্রতীক বরাদ্দ ৩০ মে এবং ভোট গ্রহণ করা হবে ১৫ জুন।
[৫] তবে ইতিমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই বলেও সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আপনার মতামত লিখুন :