হোসাইন মোহাম্মদ দিদার: [২] দেশীয় অস্ত্রসহ প্বার্শবর্তী গ্রাম সবজিকান্দিতে কিছু বিপদগামী তরুণ দক্ষিণ সতানন্দি গ্রামের নিরীহ জনতার উপর এই হামলা চালায়।
[৩] ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দ. সতানন্দিতে, আহতরা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুপক্ষকে নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন রানা (২৬), শাহীনাসহ অজ্ঞাত আরও দুজন।
[৪] উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান, অন্য একটি গ্রাম থেকে বহিরাগতরা এসে দক্ষিণ সতানন্দি গ্রামে হামলা চালিয়ে নারী-পুরুষদের এলোপাতাড়ি মারধর করে আহত করে, যা খুব নিন্দনীয়।
[৫] তিনি আরও বলেন, আমি দোষীদের বিচারের দাবি করছি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসি মনে করছে সন্ত্রাসীরা আবারও যেকোনো সময় হামলা করতে পারে।
আপনার মতামত লিখুন :