শরিফুল ইসলাম : [২] শুক্রবার সকাল থেকে রাত পযর্ন্ত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বন্ধুত্ব মানে বেচে থাকার অংশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি গেট টুগেদার ২০২২ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
[৩] মিলন মেলায় ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলা,জামালপুর,শেরপুর,নেত্রকোনা ও ময়মনসিংহ বিভাগের গ.উ ৯১ ব্যাচ ও সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের মহা মিলনমেলা অনুষ্ঠিত হয়।
[৪] অনুষ্ঠানে জামালপুর জেলা থেকে অংশ গ্রহন করেন, তানভীর আহমেদ পাভেল , মোখছেদুর রহমান হারুন ,শফিউল আলম টফি,মো: রফিকুল ইসলাম,মো: আজিমুদ্দিন,শরিফুল ইসলাম ঝোকন,জাহিদুর রহমান যুবরাজ,আব্দুল মোতলেব,তরিকুল ইসলাম কনক, মোঃ গোলাম কিবরিয়া,গোলাম মওলা, ইমরুল আজাদ বায়েজিদ, মীর আলী তপু, মোঃ আয়নল হক, সিদ্দিকুর রহমান গনি, সাইফুল ইসলাম রানা, উজ্জ্বল হায়দার, কামাল হোসেন মুক্তিসহ প্রায় ১ শত বন্ধু উপস্থিত ছিলেন।
[৫] অনুষ্ঠান শেষে গউ ৯১ ব্যাচ সারা বাংলাদেশের বন্ধুদের মাঝে লটারির মাধ্যমে ৩৫ টি পুরষ্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :