আরমান কবীর : [২] টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।
[৩] শনিবার (১৪ মে ) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ ঘটনা ঘটে।
[৪] নিহত প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা।
[৫] দুর্ঘটনার পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
[৬] মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদজানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই ব্যাপক ক্ষতি হয়েছে। সম্পাদনা : জেরিন
আপনার মতামত লিখুন :