ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : [২] বজ্রপাতে পাবনার ঈশ্বরদী উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল এ ঘটনা ঘটে।
[৩] বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম তোজাম হোসেন শেখ (২৭)। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের আলহাজ্ব মোড় এলাকার মছো হোসেনের ছেলে।
[৪] এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ফসলের মাঠে কয়েকজনের সঙ্গে কাজ করতে যান কৃষক তোজাম। বিকেলে বৃষ্টি হলে অন্যরা ফিরে গেলেও তোজাম মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
[৫] এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা.মনিসর চৌধুরী বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সম্পাদনা : জেরিন
আপনার মতামত লিখুন :