মোহাম্মদ হোসেন, হাটহাজারী: [২] চট্টগ্রামের হালদা নদীতে টানা অভিযানে ৩হাজার মিটার ঘেরাও জাল, ২টি নৌকা ও ৩হাজার কেজি চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়।
[৩] শনিবার (১৪ মে) ভোর সকালে অভিযান পরিচালনা করেন হালদার নৌ-পুলিশ। প্রায় ৪ ঘণ্টা অভিযান চলে। হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট দুটি স্পটে অভিযানে নেতৃত্ব দেন হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প এবং হালদা নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূন ইসলাম ভূঁইয়া পিপিএম এর নিদের্শনায় হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ও র্ফোসসহ হালদা নদীর মদুনাঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। হালদা নদীতে অভিযান ও টহল অব্যহত থাকবে বলে জানান হালদা নৌ-পুলিশ।
আপনার মতামত লিখুন :