ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে শনিবার (১৪ মে) সকাল ৮টার মোবারকগঞ্জ সুগার মিলে কারখানা গেটে এক ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] ফটক সভায় সভাপতিত্ব করেন গ্যারেজ শাখার ফোরম্যান আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসাবে ফেডারেশনের নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও চিনিকল শ্রমিক ফেডারেশনের আইন ও দর-কষাকষি সম্পাদক গোলাম রসুল।
[৪] তিনি জানান, আগামী ১৮ মে বুধবার জেনারেল সভা ও ১৯ মে বৃহস্পতিবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচন মোবারকগঞ্জ সুগার মিলে অনুষ্ঠিত হবে।
[৫] এসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্যে রাখেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ-সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি ফজের আলী, সহ -সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রশাসন মেম্বার সাইদুর রহমান পিকু সহ উক্ত ইউনিয়নের নেতৃবৃন্দ।
[৬] এসময় সভাপতি গোলাম রসুল মোবারকগঞ্জ সুগার মিলে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সকল শ্রমিক-কর্মচারীদের শতভাগ সহযোগীতার জন্য আহ্বান করেন।
আপনার মতামত লিখুন :