সালেহ্ বিপ্লব: ভাড়া ও কমিশন বৃদ্ধির দাবিতে খুলনাসহ ১৪ জেলায় ২৪ ঘণ্টা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।
সমিতির মহাসচিব ফরহাদ হোসেন বলেন, তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি।’ জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংকলরি ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিচ্ছি।
ঘোষণা অনুযায়ী, রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় তেল পরিবহন বন্ধ থাকবে। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না।
আপনার মতামত লিখুন :