রিঙ্কু রায় : ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিকৃতি ছবি দিয়ে পোষ্ট করার দায়ে নূর মিয়া (৩৮) নামের একজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ বাহাম গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে বারহাট্টা সার্কেল এএসপি মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বাহাম গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র নূর মিয়া বিএনপির সমর্থক।
মোহনগঞ্জ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, আটকের পর নূর মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাম গ্রামের নূর মিয়া নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে বিকৃতি ছবি পোষ্ট দেন। এরপর বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেন।
আপনার মতামত লিখুন :