আব্দুল্লাহ আল আমীন : বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ময়মনসিংহ জেলায় চতুর্থ কিস্তিতে এক কোটি টাকার আর্থিক সহায়তার চেক এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে মোট ৭১ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ১.১৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ'এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।
জেলা প্রশাসক বলেন, সরকার দরিদ্র অসহায় মানুষের সহায়তায় আর্থিক অনুদান দিচ্ছে। দরিদ্র রোগীগণ ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে আরো অসহায় অবস্থায় পড়েন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হচ্ছে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :