রিংকু রায় : নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২৭ কোটি ২২ লাখ ১০হাজার ৮৫৩ টাকার বাজেট মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে মেয়র লতিফুর রহমান রতন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে পৌরসভার কাউন্সিলরগণ সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবছর নতুন কোনো কর আরোপ করা হয়নি জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র লতিফুর রহমান রতন জানান, শিগগির পৌর শহরে শব্দদূষণ ও যানজট মুক্ত করতে হ্যান্ডট্রলি ও লড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
বন্যার কারণে পৌর শিশু পার্ক ও পৌর ট্রাক স্ট্যান্ড নির্মাণে বিলম্ব হচ্ছে জানিয়ে তিনি বলেন, অতিবৃষ্টি ও বন্যা না হলে আগামী ১মাসের মধ্যে শিশু পার্ক ও ট্রাক স্ট্যান্ড নির্মাণ কাজ শেষ হবে।
আপনার মতামত লিখুন :