ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রোসতভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ড্রোন হামলার পর তেল শোধনাগারে আগুন ধরেছে। আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। কারখানার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তেল শোধনাগারের কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় সকাল ৮ টা ৪০ মিনিটে প্রথম ড্রোন হামলা হয়। একটি অপরিশোধিত পাতন ইউনিট আঘাত হানে এবং বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।
এরপর দ্বিতীয় হামলা সকাল ৯টা ২৩ মিনিট নাগাদ দক্ষিণ রাশিয়ার তেল পণ্যের বৃহত্তম সরবরাহকারী শোধনাগারে অপরিশোধিত তেলের ভাণ্ডার লক্ষ্যবস্তু করা হয়। এতে আগুন ধরেনি এবং কেউ হতাহত হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে ইউক্রেন। এরপর থেকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভূখণ্ডে হামলা ঘটনা ঘটেছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দেশটির শোধনাগারে সর্বশেষ যে হামলার ঘটনা ঘটেছে এটি দক্ষিণ-পশ্চিম রাশিয়ায়। এটি ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে। সূত্র: ইত্তেফাক
আপনার মতামত লিখুন :