মিনহাজুল আবেদীন: রাশিয়ার বারসোভা গ্রামে দেশটির এক সামরিক ইউনিটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছে। রাশিয়ার মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের নিউজ জানিয়েছে, রুশ সংবাদ সংস্থা তাসের এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, বারসোভোতে একটি সামরিক ঘাঁটিতে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে একজন। নিহতদের মধ্যে তিনজন পরিষেবাকর্মী এবং একজন গুদামকর্মী।
আহত একজনের অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির সামরিক ইউনিটের গুদামে রাখা একটি শেলের বিস্ফোরণ ঘটে। কিরঝাছস্কি জেলার বারসোভো গ্রামে সামরিক ইউনিটে এই বিস্ফোরণ ঘটে। এটি মস্কো থেকে ৬৫ কিলোমিটার দূরে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। ইত্তেফাক
আপনার মতামত লিখুন :