আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে রাশিয়ার এক ধনকুবেরের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) কর্মকর্তারা যখন ১৭ মে একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাতে পৌঁছায়, তখনই এটি স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো সাধারণ মানুষের বাড়ি নয়।
লন্ডনের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত সাত হাজার স্কয়ার ফুটের ওই অ্যাপার্টমেন্টের তিনটি তলায় রয়েছে সাতটি এন-সুইট বেডরুম, একটি অভ্যন্তরীণ লিফট, লাউঞ্জে একটি স্বচ্ছ গ্র্যান্ড পিয়ানো এবং একটি ব্যক্তিগত আন্ডারগ্রাউন্ড গ্যারেজ।
বিবিসি জানায়, ওই অ্যাপার্টমেন্ট কোনো সাধারণ মানুষের মালিকানাধীন নয়। এমনকি কোনো সাধারণ অভিযানেও পুলিশ সেখানে পৌঁছায়নি। এনসি ‘র নবগঠিত দল কে-সেল বা ক্লেপ্টোক্রেসি সেল ওই অভিযান চালায় বলে বিবিসি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :