খালিদ আহমেদ: [২] মাঙ্কিপক্স ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির এক বিশেষজ্ঞ জানান, পরিস্থিতি মোকাবিলায় ভাইরাসটিকে গুরুত্বের সাথে নেয়া দরকার।
[৩] শুক্রবার প্রথমবারের মত মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি শনাক্তের ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। আফ্রিকার বাইরে এরই মধ্যে রোগটি অন্তত ২০টি দেশে ছড়িয়ে পড়েছে। শনাক্ত হয়েছে দুই শতাধিক মানুষ। এছাড়াও সন্দেহভাজন আরও অনেক রোগির ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
[৪] এদিকে আগে রোগটির সংক্রমণ দেখা যায়নি-এমন দেশগুলোতে ভাইরাসটির বিস্তার উদ্বেগ তৈরী করেছে।
[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনই গণহারে টিকার প্রয়োজন নেই। তবে ঝুঁকিপূর্ণদের টিকার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, মাঙ্কিপক্স মোকাবিলায় ওষুধ সংগ্রহের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
আপনার মতামত লিখুন :