ইমরুল শাহেদ: [২] নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলসহ তিনটি ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র, তা বৃহস্পতিবার চীন ও রাশিয়ার ভেটোর মুখে ব্যর্থ হয়ে গেছে। জিওটিভি
[৩] নিরাপত্তা পরিষদে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তি হিসেবে উত্তর কোরিয়া বৈধভাবে যে পরিমাণ তেল আমদানি করতে পারে তা কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র।
[৪] নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য দেশ মার্কিন প্রস্তাবে সমর্থন জানালেও তারা দ্বিধায় ছিলো যে, বেইজিং ও মস্কোর দৃঢ় অবস্থানের মধ্যে ওয়াশিংটন কতদূর এগুতে পারবে।
[৫] চীন হলো উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে চরম আকারে।
[৬] জাতিসংঘে নিযুক্ত চীনা দূত জ্যাং ঝুন বলেছেন, ‘নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র একপক্ষীয় কোনো পদক্ষেপ নিতে পারে না। এজন্য রাজনৈতিক সমাধান খুঁজে নেওয়া যেতে পারে।’
আপনার মতামত লিখুন :