মাজহারুল ইসলাম: [২] ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ লাখ ৬৫ হাজার ৭০৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪১৩ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ২৩ হাজার এবং মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক।
[৩] একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার উত্তর কোরিয়ায় নতুন করে আক্রান্ত ১ লাখ ৫ হাজার ৫০০ জন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৮৬ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ২১৬ জনের। একই সময়ে রাশিয়ায় মৃত্যু হয়েছেন ৯১ জনের এবং নতুন করে আক্রান্ত ৪ হাজার ৭০০ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত ২১ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ২৮ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত ১৮ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন ৩৪ জন। ব্রাজিলে নতুন করে আক্রান্ত ৩৩ হাজার ৯১০ জন এবং মৃত্যু হয়েছে মারা গেছেন ১৩৬ জনের এবং ভারতে নতুন করে আক্রান্ত ১ হাজার ২১৩ জন।
আপনার মতামত লিখুন :