রাশিদুল ইসলাম : [২] বিকিনির পরিবর্তে ফ্রান্সে মুসলিম মেয়েরা আপাদমস্তক ঢাকা যে সাঁতারের পোশাক ‘বুরকিনি’ পড়ত তা নিষিদ্ধ করে দেশটির আদালত বলেছে এধরনের পদক্ষেপ রক্ষণশীল রাজনীতিবিদদের কাছে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ডেইলি মেইল
[৩] সিটি কাউন্সিল গত ১৬ মে বুরকিনি ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দেয়। ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে প্রকাশ্যে নেকাব ও বোরকা পরা নিষিদ্ধ।
[৪] ফরাসি প্রশাসনিক আদালত ‘বুরকিনি’ নিষিদ্ধ করেছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন তার টুইটার ফিডে জানান।
[৫] ফ্রান্সের মুসলিম অধিকার সংস্থাগুলো বলেছে যে বুরকিনি-র উপর নিষেধাজ্ঞা - যা শুধুমাত্র মুখ, হাত এবং পা উন্মুক্ত রাখে - মৌলিক স্বাধীনতা সীমিত করে এবং মুসলিম নারীদের প্রতি বৈষম্যমূলক।
আপনার মতামত লিখুন :