রাশিদুল ইসলাম : [২] বকেয়া অর্থ অপরিশোধ থাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হবে এমনটাই বলেছিল গ্রিড অপারেটর কোম্পানি। আরটি
[৩] ফিনল্যান্ডের বাজারে বিক্রি হওয়া বিদ্যুতের অর্থ বকেয়া থাকায় রাশিয়া থেকে আমদানি করা বিদ্যুতের বাণিজ্য স্থগিত করা হল।
[৪] ফিনল্যান্ডে বিদ্যুতের পর্যাপ্ততার জন্য কোন হুমকি নেই কারণ রাশিয়া থেকে পাওয়া বিদ্যুত ফিনল্যান্ডের মোট খরচের মাত্র ১০ শতাংশ।
[৫] ফিংগ্রিড কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেইমা পাইভিনেন বলেছেন, সুইডেন থেকে বর্ধিত আমদানির পাশাপাশি আংশিকভাবে অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে রাশিয়া থেকে হ্রাসকৃত বিদ্যুৎ সরবরাহের ক্ষতিপূরণ করা হবে।
[৬] ফিনিশ মিডিয়া জানিয়েছে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর রাশিয়া শুক্রবার ফিনল্যান্ডকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করার উদ্যোগ নিচ্ছে।
[৭] এদিকে রাশিয়ার জাতীয় গ্রিডের একজন সিনিয়র কর্মকর্তা এএফপি’কে তারা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গত ৬ মের পর থেকে ফিনল্যান্ড বিদ্যুতের পাওনা পরিশোধ করছে না। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :