মামুন হোসেন: [২] সাতটি শিল্পোন্নত দেশের গ্রুপ-জি৭ বৃহস্পতিবার আফগানিস্তানে তালিবান কর্তৃক নারী ও মেয়েদের ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার নিন্দা করে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীকে দেশকে বিচ্ছিন্ন করার অভিযোগ এনেছে। এএফপি
[৩] কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে তালিবানদেরকে নারী ও মেয়েদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মন্ত্রীরা দাবি করেন, নারী ও মেয়েদের অধিকার সীমিত করে তালিবানরা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে নিজেদেরকে আরও বিচ্ছিন্ন করছে।
[৪] জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার জার্মানিতে তিন দিনের বৈঠকে বসেন, মন্ত্রীরা সেখানে ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করবেন। সম্পাদনা: মোহাম্মদ রকিব।
আপনার মতামত লিখুন :