মামুন হোসেন: [২] শুক্রবার পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ ফ্রেঞ্চ হাসপাতাল থেকে সাংবাদিক শিরিন আবু আকলেহের মরদেহ অ্যানানসিয়েশন অব দ্য ভার্জিন গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতার পর গির্জাসংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয় তাকে। আল-জাজিরা
[৩] হাসপাতাল থেকে তার মরদেহ বের করার পর ভিড় বাড়তে শুরু করে এবং গির্জার কাছাকাছি মরদেহ পৌঁছালে তা রীতিমতো মিছিলে রূপ নেয়। কয়েক জনকে মিছিলে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করতেও দেখা যায়। শবযাত্রার শুরু থেকেই ইসরায়েলের দাঙ্গা পুলিশ ও সেনা সদস্যরা মিছিল অনুসরণ করছিলেন। চার্চে পৌঁছানোর পর সেখানে ঢোকার জন্য শবযাত্রার মিছিলে উপস্থিতরা হুড়োহুড়ি শুরু করলে চড়াও হয় ইসরায়েলি বাহিনী। সম্পাদনা: মোহাম্মদ রকিব।
আপনার মতামত লিখুন :