মামুন হোসেন: [২] কর্মীদের খুশি করতে পাঁচ হাজার ডলার করে বোনাস দিলো লাসভেগাসের দ্য কসমোপলিটন নামে এক ক্যাসিনো। এবিসি৭-এর প্রতিবেদন অনুযায়ী, গত দুবছর ধরে কোভিড সংক্রমণের জেরে বিশ্ব জুড়ে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেও ওই ক্যাসিনোর কর্মীরা ক্যাসিনোকে বাঁচিয়ে রাখার জন্য যে ভাবে কাজ করে গিয়েছেন, তারই পুরস্কার হিসেবে মোটা অঙ্কের বোনাস দিয়েছেন ক্যাসিনোর মালিক। বোনাস পেয়ে উচ্ছ্বসিত কর্মীরাও।
[৩] এবিসি৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ হাজার কর্মীদের টাকা দিতে ক্যাসিনোর খরচ হয়েছে দুই কোটি ৭০ লক্ষ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২ কোটি টাকা।
[৪] দ্য কসমোপলিটন নামে ওই ক্যাসিনোর সিইও বিল ম্যাকবিথ বলেন, কোভিড অতিমারির সময় যে ভাবে কর্মীরা একটা দৃষ্টান্ত তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ঘর পরিষ্কার করা, রান্না, গ্রাহক সামলানো থেকে শুরু করে যাবতীয় কাজ কঠিন পরিস্থিতির মধ্যেও দক্ষতার সঙ্গে সামলেছেন, তার পুরস্কার হিসেবে এই বোনাস। এতে কর্মীদের মনোবল আরও বাড়বে বলে আশা করছি। সম্পাদনা: মোহাম্মদ রকিব।
আপনার মতামত লিখুন :