সুমাইয়া মিতু: ক্যাপিটল হিলের দাঙ্গা তদন্তে মার্কিন প্রতিনিধি পরিষদের গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, গত বছরের ৬ জানুয়ারির ওই দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত। এ নিয়ে নিজেদের দ্বিধা-দ্বন্দ্বে ভোগা উচিত নয়। এবিসি নিউজ
লিজ চেনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করার মতো অনেক তথ্য-প্রমাণ রয়েছে। শিগগিরই প্রতিনিধি পরিষদের কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে।
ক্যাপিটল দাঙ্গার সময় এবং পরে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করেন লিজ চেনি। ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন বলে উল্লেখ করেন লিজ চেনি। এরই মধ্যে কমিটির শুনানিতে অনেকেই ক্যাপিটল হিল দাঙায় ট্রাম্পের ন্যাক্কারজনক ভূমিকার কথা তুলে ধরেছেন।
আপনার মতামত লিখুন :