মাকসুদ রহমান: কাতারের পক্ষ থেকে লেবাননকে সাহায্য করার প্রতিশ্রুতির কাঠামো থেকে এই সহায়তার ঘোষণাটি এসেছে। আবার নিউজ
ছয়টি আরব দেশ নিয়ে গঠিত গলফ কর্পোরেশন কাউন্সিল (জিসিসি) এর আমির শেখ তামিম বিন হামাদ এর নির্দেশনায় লেবাননের সেনাবাহিনীকে ৬ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে কাতার। যা বাংলাদেশি ৫শ’ ৫৭ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা।
কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানিয়েছে, কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী, পররাষ্ট্র সম্পর্ক মন্ত্রী এবং কাতার উন্নয়ন তহবিলের চেয়ারম্যান শেখ মোহাম্মেদ বিন আব্দুররহমান আল-থানি লেবাননে আরবের পররাষ্ট্রমন্ত্রীদের পরমর্শমূলক বৈঠকে যোগ দিতে এসে ঘোষণাটি দেন।
এর আগে গত বছরের জুলাই মাসে কাতার ঘোষণা দিয়েছিল লেবাননের সেনাবাহিনীকে প্রতি মাসে ৭০টন করে খাদ্য দ্রব্য সহায়তা দেওয়ার।
কিউএনএ আরো জানিয়েছে, লেবাননের জন্য প্রতিশ্রুতি কাঠামো থেকে এই সহায়তার মাধ্যমে তারা লেবানেনর মানুষের পাশে ভাই হিসেবে দাঁড়িয়েছে এবং এবং এটা যৌথ আরব পদক্ষেপে যুক্ত হওয়ার প্রতি গুরুত্ব ও প্রয়োজনীয়তার দৃঢ় বিশ্বাস।
আপনার মতামত লিখুন :