মাকসুদ রহমান: সন্দেহভাজন ট্রাক চালকের বিরুদ্ধে অভিবাসী পাচার এবং পাচার চেষ্টার ফরে মৃত্যুর মামলা করা হয়েছে। টেক্সাস থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া ট্রাকটিতে কয়েক ডজন অভিবাসীর লাশ ছিল। বিবিসি
আটক হওয়া সন্দেহভাজন চালকের নাম হোমেরো জামোরানো। তাকে লরিটির নিকটবর্তী একটি জঙ্গল থেকে পুলিশ আটক করে। এই দুর্ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশনের কথা। ট্রাকের ভেতর আবদ্ধ থাকা অবস্থায় প্রচন্ড গরম এবং পানি না পাওয়ায় এমনটি হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মারাত্মক মানব পাচারের ঘটনা।
পুলিশ সন্দেহভাজন ট্রাক চালককে আটক করার পর মেক্সিকোর শীর্ষস্থানীয় ইমিগ্রেশনের একজন কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে টেক্সাস থেকে আটক হওয়া সন্দেহভাজন জামোরানো সম্ভবত অভিবাসীদের মাঝে বেঁচে যাওয় সদস্য। যিনি নিজেই অভিবাসন পেতে সেখানে গিয়েছিলেন।
এই ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে ক্রিস্টিয়ান মার্টিনেজ নামক একজনকে ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত প্রতিনিধি দলের অনুসন্ধানে জামোরানো এবং মার্টিনেজের মাঝে ফোনের মাধ্যমে যুক্ত থাকার প্রমাণ উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত হলে এই দুই ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদন্ড কিংবা মৃত্যুদন্ড দেওয়া হতে পারে।
এই ঘটনায় ট্রাকটি যেই ঠিকানায় রেজিস্ট্রেসন করা ছিল সেখান থেকে আরো দুই ব্যাক্তিকে আগ্নাঅস্ত্রের অপরাধে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :