আখিরুজ্জামান সোহান: যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ কমাতে বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত একটি যুগান্তকারী রায় প্রদান করে। এই রায়ের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমনে ফেডারেল সরকারের কর্তৃত্বের উপর সীমা আরোপ করা হয়েছে। অর্থ্যাৎ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে একক আধিপত্ব হারাতে যাচ্ছে ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)। রয়টার্স
এই সিদ্ধান্তের পর কিছুটা কোনঠাসা পরিস্থিতিতে পড়তে যাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন, কারণ রায়ের ফলে জলবায়ু পরিবর্তনে বাইডেনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ অনিশ্চয়তার মধ্যে পড়বে।
বিবিসির খবরে বলা হয়েছে, আদালতের এমন রায়কে ‘বিধ্বংসী সিদ্ধান্ত’বলে অভিহিত করেছেন বাইডেন। তবে এটি জলবায়ু সঙ্কট মোকাবেলায় তার প্রচেষ্টাকে দুর্বল করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :