শিরোনাম
◈ তাইজুলের ১০ উইকেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প  ◈ ৭৫’র পরে ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয় (ভিডিও) ◈ হাজারেরও বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ◈ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী ◈ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ◈ কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু ◈ উদ্বোধনের প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ◈ ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, পড়ে গিয়ে পা ভাঙল শিক্ষিকার ◈ ৬৩টি রাজনৈতিক দল সংসদ নির্বাচন বয়কট করেছে: বিএনপি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:১৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

মোস্তাফিজুর রহমান: রাজধানীর ওয়ারী মেথরপট্টি এলাকায় রাস্তায় খনন করার কাজ করার সময়ে বিদ্যুৎপৃষ্টে দেলোয়ার মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঠিকাদারের অধিনে কাজ করতো।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের চাচা ভাই বেলাল জানান, সে ঠিকাদারের মাধ্যমে তারা সিটি করপোরেশনের শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল থেকে ওয়ারী মেথর পট্টি এলাকায় ময়লার ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তায় শাবল দিয়ে খনন করার কাজ করছিলেন। মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার কেটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে সেখান থেকে অচেতন অবস্থায় সেখান তাকে উদ্ধার করে দুপুর শোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের কাস্তুত মিয়ার ছেলে দেলোয়ার।

বর্তমানে ওয়ারী জয়কালী মন্দির সংলগ্ন মেথর পট্টি ঝুপড়ি ঘরে থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়