নাহিদ হাসান: [২] বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে প্রবল বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়। তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন শিশুটির পা ধরে টেনে তুলছেন। সেই শিশুটি বেঁচে আছে।
[৩] জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই রাস্তায় জমে থাকা পানির মধ্যে দিয়ে যাচ্ছিলেন মিজান (৩০) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৫)। সঙ্গে ছিল মেয়ে লিমা (৭) ও ছেলে হোসেন। হঠাৎ করে তারা পড়ে গেলে তাদের তুলতে এগিয়ে আসেন অনিক নামে একজন অটোরিকশাচালক। হোসেনকে তিনি পানি থেকে তুলে দিতে পারলেও লিমাকে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
[৪] শুক্রবার সকালে শিশু হোসেনকে নিয়ে মিরপুর মডেল থানায় আসেন আমেনা বেগম নামে এক নারী। তিনি বলেন, হোসেনের মা যখন পানিতে পড়ে যায় তখন, হোসেন মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় পানিতে। এ সময় অনিক সঙ্গে সঙ্গে এসে হোসেনকে পানি থেকে তুলে আমার কোলে দেয়। পরে আমি তাকে আমার বাসায় নিয়ে প্রথমে শরীরে গরম তেল দেই। এরপর তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ডাক্তার হোসেনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। রাতে তাকে সেখানে নিয়ে গেলে চিকিৎসার পর সকালে ডাক্তার বলেন, হোসেন এখন সুস্থ, তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। পরে আমি জানতে পারি হোসেনের দাদা ও নানা মিরপুর মডেল থানায় আছে, তখন আমি এখানে আসি।
[৫] তিনি আরও বলেন, হোসেনকে অনিকের মাধ্যমে আল্লাহ বাঁচিয়েছেন। না হলে একই ঘটনায় তার মা-বাবা ও বোন এবং অনিক মারা গেছে, তার তো বাঁচার কথা ছিল না। হোসেনের নানা ও দাদা তার মা, বাবা ও বোনের মরদেহ নেওয়ার জন্য থানা ও হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। তাদের কাজ শেষ হলে আমি হোসেনকে তার নানা-দাদার কাছে বুঝিয়ে দেব।
[৬] উল্লেখ্য, বৃষ্টি চলাকালীন মিরপুর এগারোর শাহআলী থানাধীন কর্মাস কলেজের বিপরীত পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রুহুল আমিন।
[৭] জানা যায়, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকাসহ মিরপুরও পানিতে ডুবে যায়। এ সময় পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ওই চারজনের মৃত্যু হয়। সম্পাদনা: তারিক আল বান্না
এনএইচ/টিএবি
আপনার মতামত লিখুন :