শিরোনাম
◈ তাইজুলের ১০ উইকেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প  ◈ ৭৫’র পরে ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয় (ভিডিও) ◈ হাজারেরও বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ◈ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী ◈ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ◈ কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু ◈ উদ্বোধনের প্রথম দিনেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ◈ ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, পড়ে গিয়ে পা ভাঙল শিক্ষিকার ◈ ৬৩টি রাজনৈতিক দল সংসদ নির্বাচন বয়কট করেছে: বিএনপি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

[৩] নিহতের মধ্যে বাচ্চু মিয়া (৫৫) নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি পেশায় রিকশাচালক এবং জেলার রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

[৪] কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকাগামি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথেই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার পালিয়ে যায়।

[৫] তিনি আরও জানান, অন্যদিকে বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা যায়নি।

[৬] ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং রিকশা চালক বাচ্চু মিয়ার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। ঘাতক কাভার্ডভ্যান ও ট্রাক আটক রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়