মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।
[৩] নিহতের মধ্যে বাচ্চু মিয়া (৫৫) নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি পেশায় রিকশাচালক এবং জেলার রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
[৪] কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকাগামি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক বাচ্চু মিয়ার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথেই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার পালিয়ে যায়।
[৫] তিনি আরও জানান, অন্যদিকে বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা যায়নি।
[৬] ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং রিকশা চালক বাচ্চু মিয়ার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। ঘাতক কাভার্ডভ্যান ও ট্রাক আটক রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :