শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৮:০৮ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু 

আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকল সাড়ে ৭টায় উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার কৃষক আবু তাহেরের মেয়ে এবং স্থানীয় একটি মক্তবের ছাত্রী।

নিহতের বোন রাশিদা আক্তার জানান, ঘরের ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। গতকাল রাতে ঝড়ের কারণে ওই লাইনের একটি তার ছিঁড়ে ঘরের চালের উপর পড়ে। শুক্রবার সকালে বিদ্যুৎ সংযোগ দিলে পুরো টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। সকালে শিশু জান্নাতি ঘরে প্রবেশ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এতে তার দুই পা ও শরীরের কিছু অংশ পুড়ে যায়।

জানা গেছে, ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট জান্নাতি আক্তার। বিদ্যুৎপৃষ্টে নিহত জান্নাতির পরিবারের চলছে শোকের মাতম।

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘরের উপরে থাকা তারের মাধ্যমে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়