শিরোনাম

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাকের চাপায় ভ্যান চালকের মৃত্যু

কুষ্টিয়া-পাবনা মহাসড়ক

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় মালবাহী ট্রাকের চাপায় আব্দুর রহিম (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুরের শিমুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহল বাড়ীয়া এলাকার মৃত আইনাল শেখের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরির্দশক দেবব্রত রায় জানান, দুপুরে শিমুলতলা বাজার থেকে ইঞ্জিনচালিত পাখি ভ্যান নিয়ে আব্দুর রহিম তার বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ভ্যান চালক আব্দুর রহিম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

এই ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেল করে ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। পরে ঘাতক ট্রাকের চালককে গনপিটুনি দিয়ে পুলিশে সৌপর্দ করে। 

খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চালকসহ ঘাতক ট্রাকটিকে কুষ্টিয়া হাইওয়ে থানায় নেয়া হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়