শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মো. ফরহাদ হোসেন

মো. ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. ফরহাদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফরহাদ রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রামের সামসুল হক মৌলভী বাড়ির খোরশেদ আলমের ছেলে ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের ছোট ভাই।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে রামগঞ্জ-পানপাড়া সড়কের হাজী পাটোয়ারী বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া হাজী পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ফরহাদ পড়ে গেলে একটি পিকআপ চাপা দেয় তাকে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ফরহাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। এই বিষয়ে রামগঞ্জ থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়