শিরোনাম

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০১:২৫ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ মধ্যবাজার মদনপট্টি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ ও গৌরিপুর সীমানায় মোদকপট্টি বাজারে শম্ভুর খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, বাজারের সকল দোকানপাট কাছাকাছি হওয়ায় মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী জায়দুল জানান, খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নেত্রকোনা, পুর্বধলা ও ময়মনসিংহের গৌরিপুর থেকে আসা মোট ১০টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। তবে বাজারের বেশ কিছু দোকান পুড়ে গেছে।  কয়টি তা এখনো বুঝা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের নেত্রকোনা স্টেশনের ফায়ার ওয়ার অফিসার খানে আলম জানান, আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়