শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:১১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকসহ চালক আটক

দুর্ঘটনা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় ট্রাকের চাপায় মো. কুরবান হোসেন (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সামান্য আহত হয়েছেন আরও দুজন। 

শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে।

বিষয়টি জানিয়েছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান। তিনি বলেন, যতোটুকু জানতে পেরেছি, এক মোটরসাইকেল তিন জন ছিল, ফরিদাবাদ স্কুলের পাশে ট্রাকের ধাক্কায় পরে যায়। পরে মোটরসাইকেলের পেছনে থাকা কুবানের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে সে নিহত হন। অপর দুজন সামান্য আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় ট্রাক টিকে জব্দ ও চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ফুফাতো ভাই মো. সাদিকুর রহমান বলেন কুরবান ব্যবসায়ী ছিলেন। আমি সংবাদ পেয়ে, পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত দুই টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামের আব্দুল হক ব্যাপারীর ছেলে কুরবান। বর্তমানে শ্যাপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতো। এক ছেলে এক মেয়ে'র জনক ছিলেন। তার স্ত্রী র নাম নিতু আক্তার। কুরবান লেদ মেশিনের ওয়ার্কসপ রয়েছে, সেখানে বুতাম তৈয়ার করা হতো।

এমআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়