মাজাহার মিচেল: রাজধানীর মগবাজার মোড়ের একটি নির্মাধীন দশতলা ভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টার পর নিয়ন্ত্রণে এনতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা বলে নিশ্চিত করেছে এ সংস্থা।
প্রাথমিক তদন্তের উদ্ধিৃতি দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা জানান, এ ভবনের নবম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে এর ভিতরে থাকা ছালার বস্তা ও কাগজের কার্টুন থেকে এ আগুনের সূত্রপাত হয় এবং আশেপাশের চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌছায়। পরবর্তীতে আনুমানিক দুপুর আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এমএম/এএ
আপনার মতামত লিখুন :