শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. রাকিব হাসান (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সোয়া দুই টার দিকে আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের ফ্লাইওভারের উপরে ঘটনাটি ঘটে। 

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে বিকাল পোন চার টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই নুর মোহাম্মদ। তিনি বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

যাত্রাবাড়ী ৭/১/এ ধলপুর গার্মেন্টস ব্যবসায়ী মো: রুহুল আমিনের ছেলে রাকিব হাসান। বর্তমানে মাতুয়াইল হাসপাতালের পাশে মা মমতাজের সাথে ভাড়া বাসায় থাকতো থাকতেন। 

সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন মা মমতাজ বেগম সাথী। খালাতো বোন শোভা আক্তার। 

বোন শোভা জানিয়েছেন, ঠিকাদারী কাজের পাশাপাশি রাইট শেয়ারিং পাঠাও চালক ছিলেন। 

মৃতের মা হাসপাতালে বিলাপ করে বলছেন, দুপুরে ছেলের সাথে কথা হয়। ছেলে বলছিলো মা আমি কারওয়ান বাজার আছি, বাসা আসতেছি । আমি অপেক্ষায় ছিলাম। পরে সংবাদ পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে। ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পাই।  রাকিবুল ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। 
 
এদিকে পুলিশের ঐ কর্মকর্তা বলেন, কোন গাড়ির সাথে লেগেছে, না নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। 

নিহতের বন্ধু রাজু শেখ বলেন দুপুরে মোটরসাইকেল চালিয়ে মাতুয়াইলের বাসায় ফিরছিলেন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল থেকে পড়ে গেলে কোন যানবাহন তার মাথার উপর দিয়ে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পাই। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়