শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:২৭ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় রক্তাক্ত যুবক, কেউ তুলছিলেন ছবি, কেউ ভিডিও

ইসরাক হোসেন

মাসুদ আলম: রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় মো. ইসরাক হোসেন যোশী (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বলেন, ইসরাক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। রাতে হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি উল্টে যায়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন কয়েক পথচারী ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ইফতেখার হোসেন বলেন, তাদের বাসা  রাজধানীর ওয়ারী এলাকায়। রাতে গুলশানের নিকেতনে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে ইসরাক বের হয়েছিলেন। তিনি ভুলে বাসায় তার মোবাইল ফোনটি  রেখে গিয়েছিলেন। রাতে তার  মোবাইলে ফোন এলে তারা দুর্ঘটনার খবর পান। বাবার কেমিক্যালের ব্যবসা দেখতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।

ইসরাককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারীদের একজন মিজানুর রহমান। তিনি বলেন, ইসরাক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। তাকে পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। কেউ তুলছিলেন ছবি, কেউ ভিডিও করছিলেন। কিন্তু কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলেন না।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়