শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

হাতিরঝিল

মোস্তাফিজুর রহমান: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী মো. ইশরাক হোসেন (২৭) নামের এক যুবকের মৃুত্য হয়েছেন।  

বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ হাতিরঝিল থানা ধীন রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে  এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজের পাশে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। সেখানে অনেক লোকজনের ভিড় ছিল কিন্তু তাকে কেউ হাসপাতালে নেননি। কেউ ভিডিও করছে আবর কেউ কেউ মোবাইলে ছবি তুলছে। যতটুকু শুনেছি গুলশানের দিক থেকে রামপুরা ব্রিজের দিকে আসছিলেন তিনি। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক  তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে বাসা থেকে বের হয়েছিলেন গুলশান নিকেতন তার এক বন্ধুর বাসায় যাবে বলে। বাসায় মোবাইল রেখে গিয়েছিলেন। পরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। রাতে তার মোবাইলে ফোন আসছিলো ফোনের মাধ্যমে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান তিনি বলেন, নিহত ওই যুবক গুলশানের দিক থেকে মোটরসাইকেল যোগে পুরান ঢাকায় তার বাসায় ফিরছিলেন। এসময় রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল এলাকায় পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হয়‌। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‌। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ইশরাক ঢাকার ওয়ারী ৮ নং গুপি কিষান লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তার বাবা মেটালক্রাফ কেমিক্যাল ব্যবসায়ী ইশরাক তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন।তিন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়