শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌমাছির কামড়ে নিহত ১, আহত ২

সাজ্জাদুল তুহিন, নওগাঁ: মান্দায় গাছের পাতা কাটতে গিয়ে মৌমাছির আক্রমনে মুখলেছার রহমান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মা ও ছেলে (দাদী-নাতী) আহত হয়েছে। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নিখিড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুখলেছুর রহমান নিখিড়াপাড়া গ্রামের মজিবর মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের পাতা কাটছিল মুখলেছুর রহমানের ছেলে সুমন আলী (১৬)। পাতা কাটার এক পর্যায়ে ভুলবসত মৌচাকে আঘাত লাগলে সুমন আলীকে আক্রমণ করে মৌমাছির দল।

এসময় মাটিতে পড়ে যায় সুমন। বাবা মুখলেছার রহমান দেখতে পেয়ে ছেলেকে উদ্ধার করতে যান। বাবা ও ছেলে দুজনকেই মৌমাছির দল আক্রমণ করে।

এসময় মুখলেছারর মা ফাতেমা বেগম (৬৫) তাদের উদ্ধার করতে গেলে তিনিও আক্রমণে শিকার হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুখলেছার রহমানকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ফাতেমা বেগম ও সুমন আলী (দাদী-নাতী) চিকিৎসাধীন রয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহাগ বলেন, মুখলেছার রহমানের শরীরের বিভিন্ন স্থানে একাধিক মৌমাছির কামড় নিয়ে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন লোকজন।

তার শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। আহত দাদী ও নাতী হাসপাতালে ভর্তি রয়েছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌমাছির আক্রমনে মুখলেছার রহমান নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আরো দুইজন চিকিৎসাধীন রয়েছে।সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়