শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকার ও সাবেক সংবাদ পাঠিকা তরীর মৃত্যু নিয়ে রহস্য!

পুলিশের সূত্রগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এক সময় চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ পাঠ করতেন তরী। তবে কিছুদিন ধরে তিনি পুরোপুরি ব্যাংকের চাকরিতে মনোযোগ দিয়েছিলেন। তরীর বাবা-মা দু’জন দীর্ঘদিন ধরে আলাদা থাকেন। তার বাবা তিনটি বিয়ে করেছেন। তারমধ্যে তরীর মা বড়। বাবা অন্য স্ত্রীর সঙ্গে আলাদা থাকলেও মাসে কিছু খরচ তরীদের দিতেন। কিন্তু পরিবারের বড় মেয়ে হওয়াতে তরীর ওপরও কিছুটা পরিবারের চাপ ছিল। মা ও এক বোনকে নিয়ে নিউ ইস্কাটনের ২১ নম্বর বাসার বি-৬ ফ্ল্যাটে থাকতেন।

ব্যাংকার ও সাবেক টেলিভিশন সংবাদ পাঠিকা ছাফিনা আহমেদ তরীর (৩০) মৃত্যু রহস্য কাটছেই না। নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধারের পর কীভাবে তার মৃত্যু হয়েছে এই প্রশ্নের সমাধান যেন কিছুতেই মিলছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্টরা এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। শুধুমাত্র তরীর মায়ের দেয়া অভিযোগ নিয়ে কাজ করছেন। পরিবারের সদস্যরাও তরী আত্মহত্যা করতে পারে বলে ভাবছেন না।

তাদের ধারণা এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তরীর মৃত্যু কীভাবে হয়েছে সেটি বলা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তবে তার মৃত্যুর সম্ভাব্য কিছু ক্লু খুঁজে পেয়েছে পুলিশ। এসব ক্লু নিয়ে কাজ করছেন পুলিশের তদন্তসংশ্লিষ্ট একটি টিম। এ ছাড়া এখন ময়নাতদন্ত রিপোর্ট ফরেনসিক বিভাগ কবে দিচ্ছে সেই অপেক্ষায়ও থাকতে হচ্ছে স্বজন ও তদন্তসংশ্লিষ্টদের। 

ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তরী স্বাভাবিকভাবে বাসায় ফিরেন। রাতে তিনি তার রুমেই ঘুমান। কিন্তু পরেরদিন বেলা ১২টা পর্যন্ত তার সাড়া শব্দ না পেয়ে তার মা গিয়ে দেখেন তরীর নাকে মুখে ফেনা ও সে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু তার পরিবার পুলিশকে এ বিষয়ে কিছু জানায়নি। মুগদা হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্ত করে সোমবার। 

সূত্রগুলো বলছে, পারিবারিক কারণে ছোটবেলা থেকে তরী মানসিক চাপের মধ্যে দিয়ে বড় হয়েছেন। ব্যক্তিগত ও পরিবারের খরচ, দুই বোনের লেখাপড়াসহ সবকিছু নিয়ে চিন্তায় থাকতেন। মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি অ্যালকোহলসহ অন্যান্য মাদকদ্রকব্য সেবন শুরু করেন। পুলিশের একটি সূত্র বলছে, ঘটনার রাতে অতিরিক্ত অ্যালকোহল সেবনে তরীর মৃত্যু হতে পারে। এ ছাড়া মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি বিষ জাতীয় কিছু খেয়েছেন কিনা সেটিও ময়নাতদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু বলেন, আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে তদন্ত করছি। কিছু ক্লু নিয়ে কাজ করছি। এই মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে সেটি খুঁজে বের করার চেষ্টা করছি। এ ছাড়া তার বিষয়ে অন্যান্য তথ্যও খুঁজে বের করছি। আমরা জানতে পেরেছি ২০১৭ সালে এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এ ছাড়া তার সঙ্গে আর কোনো ছেলের সম্পর্ক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তরী প্রচুর অ্যালকোহল সেবন করতেন। নিজ বাসায়ও তিনি অ্যালকোহল নিতেন। অতিরিক্ত অ্যালকোহলের কারণেও মানুষের মৃত্যু হয়।  সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়