শিরোনাম
◈ সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায়  ◈ ভিডিও ভাইরাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত ◈ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট ◈ পবিত্র লাইলাতুল কদর আজ ◈ জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের ◈ ঢাকায় ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ◈ শহীদ জিয়াকে 'স্বাধীনতার ঘোষক' বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান (ভিডিও) ◈ ড. ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন: দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম ◈ গোয়েন্দা সংস্থা ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, যা বললো ভারত

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস-অটোরিকশার সংঘর্ষে মায়ের কোলে ঝড়লো শিশুর প্রাণ, আহত ১৬

শাহাদাত হোসেন, রাউজান: [২] চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে লাইসা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১১ যাত্রী ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়। 

[৩] বৃহস্পতিবার সকাল ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

[৪] নিহত শিশু লায়সা মনি রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আঁধার মানিক গ্রামের এমরানের মেয়ে। 

[৫] আহতের মধ্যে- সিএনজি চালিত অটোরিকশা চালক আমীর আলী ছেলে আবদুল্লাহ (৩৬), নিহত শিশুর মা সাহেদা আকতার (৩০), ভাই ইরফান (০৭) নানী পারভীন আকতার (৫৫), সিফু আকতার (৫৫)। এছাড়া যাত্রীবাহি বাসে থাকা ১১ যাত্রী আহত হলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

[৬] রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার বলেন, একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা অভ্যন্তরীণ সড়ক থেকে মহাসড়কে উঠে উল্টোপথে যাওয়ার সময় যাত্রীবাহি বাসের সংঘর্ষে এক শিশুর প্রাণহানী ঘটেছে। বাসটি সড়কের আইল্যান্ডে উঠে যায়, সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। শিশুর মা ও  সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসের কেউ আঘাতপ্রাপ্ত হননি বলে দাবি তার। 

প্রতিনিধি/একে  

  • সর্বশেষ
  • জনপ্রিয়