Skip to main content

‘ভোট চুরি হয়েছে’, ‘ভোট চুরি হয়নি’ 

‘ভোট চুরি হয়েছে’, ‘ভোট চুরি হয়নি’। পক্ষে বিপক্ষে প্রতিদিন এমন বিতর্কের ভারে টেলিভিশনগুলো চিড়িয়াখানায় পরিণত হয়েছে। অসহ্য, যন্ত্রণাকর পরিস্থিতি। খবর তো আছেই, টকশোর প্রযোজক, সঞ্চালকগুলোরও মাথাভরা গরুর গু। নইলে আর কোনো প্রসঙ্গ এরা খুঁজে পায় না কেনো। ভাবেসাবে মনে হচ্ছে আগামী ভোটের আগে এই ক্যাঁচাল থামবে না।
সবচেয়ে ভালো হয়, ‘ভোট চুরি হয়েছে’, ‘ভোট চুরি হয়নি’ এই বিতর্ক অবসানের জন্যই একটা ভোটের ব্যবস্থা করা। দেশব্যাপী গণভোট।
সমস্যা তাতেও আছে, গণভোটের পরে আবার শুরু হবে গণভোটে চুরি হয়েছে, গণভোটে চুরি হয়নি নিয়ে মহাযুদ্ধ। 
টকশোওয়ালারা তাদের স্টুডিওতে পালে পালে গরু-গাধা ডাকবেন গণভোটের সতীত্ব নির্ণয়ের জন্য। ফেসবুক থেকে

অন্যান্য সংবাদ