Skip to main content

৯ বছরে সৌদি আরবের বেসরকারিখাতে সর্বনিম্ন প্রবৃদ্ধি

রাশিদ রিয়াজ : সৌদি আরবের তেল বর্হিভূত খাতের প্রবৃদ্ধি গত ৯ বছরে সর্বনি¤œ পর্যায়ে পৌঁছেছে। নতুন বছরে বাণিজ্য আশানুরুপ হবে মনে করা হলেও আমিরাতের এনবিডি পারচেজিং ম্যানেজারস ইনডেক্স ৯ (পিএমআই) বলছে গত বছর সৌদিতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ৫৩.৮ শতাংশে নেমে আসে যা এর আগের ৮ বছরে ৫৮ শতাংশে ছিল। গত ডিসেম্বরে এ সূচক সাড়ে ৫৪ শতাংশে নেমে যায়। যা নভেম্বরে ছিল ৫৫.২ শতাংশ। একই সঙ্গে সৌদি আরবে কর্মসংস্থান হার গত কুড়ি মাসের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে। আরব বিজনেস

মধ্যপ্রাচ্যের বিশিষ্ট অর্থনীতিবিদ ড্যানিয়েল রিচার্ডস বলেছেন, গত বছরের শুরুতে তেলের মূল্য বৃদ্ধি পেলেও তা বেসরকারি খাত বা তেল বর্হিভূত খাতে কোনো সুবাতাস বয়ে আনতে পারেনি। ২০৩০ ভিশন অনুসারে সৌদি আরবে ব্যাপক সংস্কার ও বিনিয়োগের কথা উদ্যোগ হলেও তার কোনো প্রতিফলন বেসরকারি খাতে দেখা যায়নি। এধরনের পরিস্থিতির সহসা কোনো পরিবর্তন হবে বলেও মনে হচ্ছে না। সৌদি আরবে বেসরকারিখাত চাঙ্গা হলেও এ খাতের প্রবৃদ্ধি ফের ৫৩.৮ শতাংশে যেতে অন্তত বছর পাঁচেক সময় লাগতে পারে। এজন্যে চাঙ্গা বাজার ছাড়াও উৎপাদনশীল খাতে আরো অধিক পণ্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদ দিয়েছেন ড্যানিয়েল।   
 

অন্যান্য সংবাদ