Skip to main content

সৌদি নারীদের বেতন বৃদ্ধি ১৫ শতাংশ

সৌদি আরবে সার্বিক বেতন এ বছর ৫ থেকে ৬ ভাগ বৃদ্ধি পেলেও নারীদের ক্ষেত্রে তা বাড়ছে ১৫ শতাংশ। মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠিত লোকবল নিয়োগ সংস্থা কুপার ফিচ বলছে গত বছর জালানি তেলের গড়মূল্য ব্যারেল প্রতি ৭১ ডলার থাকায় সৌদির অর্থনীতিতে বৈচিত্র ফিরে এসেছে। জিডিপি প্রবৃদ্ধি ৪ থেকে ৫ শতাংশ হবার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশটিতে মধ্যমানের সিনিয়র পেশাজীবীদের বেতন এ বছর ৫ থেকে ৬ ভাগ বৃদ্ধি পাবে। আরব বিজনেস

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে সৌদির প্রবৃদ্ধি এ বছর দাঁড়াতে পারে ৩ শতাংশ এবং কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য সৃষ্টিই দেশটির অর্থনীতির জন্যে প্রধান চ্যালেঞ্জ। তেলনির্ভরশীল অর্থনীতির বাইরে দেশটি বিদেশি বিনিয়োগ ছাড়াও বেশকিছু বিলিয়ন ডলারের প্রকল্প শুরু করার চেষ্টা করছে তবে তাতে খুব একটা সাড়া মেলেনি। নতুন শহর ‘নিওম’, ‘রিয়াদ গেট’ ও ‘ রেড সি’ ধরনের পর্যটন প্রকল্পে বিদেশি বিনিয়োগ এখনো তেমনভাবে ধরা দেয়নি।  

অন্যান্য সংবাদ