Skip to main content

সাংবা‌দিক হেদা‌য়ে‌ৎ হো‌সে‌নের মু‌ক্তির দাবী যুক্তরাজ্য প্রবাসী সাংবা‌দিক‌দের

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সাংবাদিক খুলনা প্রতিনিধি  মো.হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে তার মু‌ক্তি চে‌য়েছেন  যুক্তরাজ্যে বাংলা গণমাধ্য‌মে কর্মরত সাংবা‌দিকরা।  

‌যৌথ বিবৃ‌তি‌তে সাক্ষরকারী সাংবা‌দিকদের ম‌ধ্যে র‌য়ে‌ছেন,সৈয়দ নাসির আহমদ, সম্পাদক বাংলামেইল, মোহাম্মদ মারুফ সম্পাদক বাংলা ভয়েস, বাংলা ট্রি‌বিউন প্র‌তি‌নি‌ধি মুন‌জের আহমেদ চৌধুরী, যমুনা টি‌ভির যুক্তরাজ্য প্র‌তি‌নি‌ধি মোহাম্মদ কাওসার, আতিকুর রহমান নিউজ এডিটর  বাংলামেইল, মু‌ক্তি‌যোদ্ধা গোলাম মোস্তফা, বাংলাভাষী সম্পাদক অ‌লিউর রহমান খ‌ান, মুশতাক আহমেদ অপু, ফখরুল ইসলাম, চ্যা‌নেল আইএর স্কটল্যান্ড প্র‌তি‌নি‌ধি হুমায়ুন কবির, আমাদের অর্থনী‌তি ও আমা‌দের নতুন সম‌য়ের সাইদুল ইসলাম, দৈ‌নিক জাগর‌নের আব্দুর রশীদ, ইকরা টি‌ভির বাহার উদ্দীন, এই‌বেলার ত‌রিকত চৌধুরী প্রমুখ।

উল্লেখ, নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও  তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো.হেদায়েৎ হোসেন মোল্যাকে মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যান্য সংবাদ