Skip to main content

শীত

আর তো বাঁচি না বাপ
শরীরটা চায় একটু তাপ
একটু ওম
দে না বাপ একটু গরম
তোর কি লাগে না শরম? 
তুই কেমন সেজেছিস
কত প্রস্ত কাপড়ে শরীর ঢেকেছিস
তাও করছিস হিসহিস
আর আমি? দেখ, প্রায় উদোম
বেরিয়ে যেতে চায় দম
পারি না রে বাপ
এ কার অভিশাপ, 
একটু গরম দে
একটু রহম দে
একটু ফিরে চা। 
না, তোর গরম চায়ের ভাগ চাই না
একটু কাপড় চাই
আমার যে নাই
গরম হওয়ার উপায়।
সূর্যিটারে দেখ
কেমন উদার
খুলে রেখেছে দ্বার 
সবাইকে দিচ্ছে সমান তাপ
দেখ বাপ, দেখ এবং শেখ।
দিনে তো রোদ
অকৃপণ সূর্য ঢেলে দিচ্ছে তাপ
রাতে যে আর সয় নারে বাপ
দে রে বাপ একটু গরম দে। 
শীতের সবজি, পিঠেপুলি
চাই না ও সবগুলি
শুধু একটু গরম চাই
খাই বা না খাই
গরম হওয়া চাই। 
শীতল হলে দেহ
পৃথিবী থেকে বিদায়।
বল তো রে বাপ
কেই বা সেটা চায়?
দে, একটু গরম দে
গরম দিয়ে পরম আদর
একটু কিনে নে। 
ওরে আমার বাপ
গরম দিয়ে জুড়িয়ে দে না
আমার মনের তাপ।