Skip to main content

দেখেছি নানারূপী মানুষ

১/১১তে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের যে অপদস্তকর অবস্থায় দেখেছি দুই বছর, সেই সময়কে ভুলিনি। একইসাথে ভুলিনি সেইসব রাজনীতিবিদদের-যারা কারাবন্দি নেতাদের সাথে বেঈমানি করেছিলো তাদের চেহারা। ১/১১-এর টানা সময়টাতেই ছিলাম দুটি টকশোর সাথে সংযুক্ত। সেই কারণেই মনে আছে অনেকগুলো টুকরো টুকরো ঘটনা।
স্টুডিওতে দেখেছি অনেক বড় মানুষের ছোট বিষয়ে ঘাবড়ে যাওয়া, দেখেছি আজ অনেকেই যারা বুক ফুলিয়ে বড় কথা বলেন, তাদের পোশাকের আড়ালে লুকানো ছুরি। দেখেছি-টকশোতে আসার জন্য তদবির, আবার টকশোতে না আসার জন্য ফোন না ধরে মাথা লুকানো। মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ হওয়ার সময়ের কথা, অনেকের অনেক চাপ সহ্য করার কথা-অনেকের অনেক আপোসের কথা। দেখতে পাচ্ছি অনেক আপোসকামীর এখন ফুলেফেঁপে ওঠা চেহারা।  ফেসবুক থেকে

অন্যান্য সংবাদ